পুরনো বাসের বিরুদ্ধে শিগগিরই অভিযান: উপদেষ্টা রিজওয়ানা
বায়ুদূষণ রোধে রাজধানীতে চলাচলকারী পুরনো বাসগুলোর বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ কাজে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-কে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।