আজ (সোমবার, ৩০ জুন) সকালে সচিবালয়ে চীনের একটি বিশেষজ্ঞ দলের সঙ্গে বায়ুদূষণ বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান উপদেষ্টা।
তিনি বলেন, ‘বায়ুদূষণ নিয়ন্ত্রণে মন্ত্রণালয় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। পুরনো ও পরিবেশ বিপজ্জনক যানবাহন নিয়ন্ত্রণে শিগগিরই কঠোর অভিযান হবে।’
এসময় তিনি নির্মাণসামগ্রী পরিবহনের ক্ষেত্রে নির্দেশনা দিয়ে বলেন, ‘বালু পরিবহনের সময় অবশ্যই ঢেকে রাখতে হবে, যাতে ধুলাবালি ছড়াতে না পারে।’ পাশাপাশি জানান, শীত মৌসুম শুরুর আগেই শহরের ভাঙাচোরা রাস্তা মেরামতের কাজ শেষ করতে হবে।