ইন্দোনেশিয়ায় বিক্ষোভের তীব্রতায় মন্ত্রিসভায় রদবদল, বরখাস্ত ৫
ইন্দোনেশিয়ায় দেশজুড়ে চলমান জনরোষ ও বিক্ষোভের চাপের মুখে প্রেসিডেন্ট প্রাবোও সুনিয়ান্তো তার মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করেছেন। গতকাল (সোমবার, ৮ সেপ্টেম্বর) এ রদবদলের অংশ হিসেবে পাঁচ মন্ত্রীকে বরখাস্ত করা হয়। বিক্ষোভের পেছনে সরকারের উদাসীনতা, মন্ত্রীদের উচ্চ ভাতা এবং সাধারণ মানুষের অর্থনৈতিক অসন্তোষকে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।