বোমা হামলার হুমকি পেয়ে থাই বিমানবন্দরে ফেরত গেল এয়ার ইন্ডিয়ার বিমান
থাইল্যান্ডের ফুকেট দ্বীপ থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান আজ (শুক্রবার, ১৩ জুন) উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানবন্দরে ফিরে গিয়ে জরুরি অবতরণ করেছে। থাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানের ভেতরে বোমা হামলার হুমকি সংবলিত একটি বার্তা লেখা ছিল। তাই ফ্লাইটটি ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।