প্রথমবারের মতো রোবট বক্সিং প্রতিযোগিতা চীনে
বিশ্ববাসীকে চমকে দিয়ে ইতিহাসে প্রথমবার মানুষের আদলে তৈরি রোবট নিয়ে আন্তর্জাতিক পরিসরে বক্সিং প্রতিযোগিতার আয়োজন করেছে চীন। প্রদর্শনী ও প্রতিযোগিতার দুটি পর্বই অনলাইনে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছেন আয়োজকরা। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের আয়োজন হিউম্যানয়েড রোবটের বাজার সৃষ্টি ও সম্প্রসারণে ভূমিকা রাখবে।