নেপালের বিক্ষোভে আটকা পড়া বাংলাদেশ ফুটবল দল দেশের উদ্দেশে রওনা দিয়েছে
নেপালে চলমান বিক্ষোভ পরিস্থিতির কারণে সেখানে আটকে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশেষে দেশে ফিরছে। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে দল দেশের উদ্দেশে রওনা দিয়েছে। দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন।