বিচিত্র আয়োজনে দেশে দেশে ইস্টার সানডে পালিত
দেশে দেশে ভিন্ন আয়োজনে উদযাপিত হচ্ছে যিশুর পুনরুত্থান দিবস। যিশুর বেদনা বুঝতে ক্রুশবিদ্ধ হওয়া কিংবা কাঁটা বিছানো পথ পাড়ি দেয়া, ডিমকে লোহার জুতা পরানো থেকে শুরু করে বিশ্বাসঘাতক জুডাসকে তাড়ানো, এমন নানা প্রতীকী আয়োজনে চলছে ইস্টার সানডে। এদিকে যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনে হামলা চলছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনিয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।