রেল যোগাযোগ বিঘ্ন: বিআরটিসি বাস চালুর ঘোষণা রেল মন্ত্রণালয়ের
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ থেকে সারাদেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে। এ পরিপ্রেক্ষিতে রেলের বিকল্প হিসাবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। ধর্মঘটের পর এখন পর্যন্ত কমলাপুর রেলস্টেশন থেকে ২০ টির বেশি ট্রেন যাত্রা বাতিল হয়েছে। আজ (মঙ্গলবার, ২৮ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।