বিপিএলের কেলেঙ্কারিতে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন
বকেয়া পারিশ্রমিক, চেক জালিয়াতি, ফ্র্যাঞ্চাইজিগুলোর স্বেচ্ছাচারিতা আর ফিক্সিংয়ের গন্ধ, সবমিলিয়ে এবারের বিপিএল কেলেঙ্কারির সীমা ছাড়িয়ে গেছে। এতে বিশ্বক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ভবিষ্যতে বিদেশি ক্রিকেটাররা আর বাংলাদেশে খেলতে আসবে না বলেও মনে করেন তিনি।