ইউল্যাবে ব্রুভানা প্রেজেন্টস ‘মাইন্ডশিফট ২০২৫’ মার্কেটিং সামিট অনুষ্ঠিত
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) অনুষ্ঠিত হলো ফ্ল্যাগশিপ ইভেন্ট ব্রুভানা প্রেজেন্টস ‘মাইন্ডশিফট: দ্য মার্কেটিং সামিট ২০২৫’। এর সহযোগী ছিল বিকাশ। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ইউল্যাব ডিজিটাল মার্কেটিং ক্লাবের উদ্যোগে এ সামিট অনুষ্ঠিত হয়। সামিটে দেশের শীর্ষস্থানীয় মার্কেটিং প্রফেশনালস, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা একত্রিত হন।