নিজের সময়ে বাংলাদেশের সাঁতারে বড় নাম ছিলেন মাহফিজুর রহমান সাগর। সাবেক হয়েও আলো কেড়েছেন তিনি। সম্প্রতি রিলে সাঁতারে ইংলিশ চ্যানেল পাড়ি দেন সাগর।