পঞ্চগড়ে ত্রিমুখী সংকটে দুগ্ধ খামারিরা
পঞ্চগড় সদরের গরুহাটি এলাকার ক্ষুদ্র খামারি নুর আলম। পরিবারে একটু সচ্ছলতা আনার আশায় এনজিও থেকে ঋণ নিয়ে গড়ে তুলেছেন দুগ্ধ খামার। কিনেছিলেন ১০টি গরু। কিন্তু গো-খাদ্যের অসহনীয় দামে ধরে রাখতে পারেননি খামারের ব্যাপ্তি। একের পর এক বিক্রি করতে করতে বর্তমানে তার খামারে গাভীর সংখ্যা নেমে দাঁড়িয়েছে মাত্র ৩ টিতে।