ফিচ ও এস এন্ড পি গ্লোবালের পর যুক্তরাষ্ট্রের ঋণমান সূচক কমালো মুডিস। বর্তমানে ট্রিপল এ থেকে যুক্তরাষ্ট্রের সার্বভৌম ক্রেডিট রেটিং এক ধাপ নেমে দাঁড়িয়েছে ডবল এ ওয়ানে।