কাপ্তাই হ্রদে মৎস্য উৎপাদনে সবচেয়ে বড় বাধা বিএফডিসি: কৃষিবিদ কাজল
রাঙামাটির কাপ্তাই হ্রদে মৎস্য উৎপাদনে সবচেয়ে বড় বাধা বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট করপোরেশন (বিএফডিসি) বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। এ বাধা দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে বিএফডিসিকে জেলা পরিষদের অধীনে হস্তান্তর করারও দাবি জানান।