মোমবাতির প্রজ্বলিত আলো আর প্রার্থনায় সিক্ত ধ্রুবজিৎ
বৃষ্টি শেষে দখিনের মৃদুমন্দা হাওয়ায় চিরচেনা রূপে ফিরছে সবুজ পাতারা,তবুও ফুটে থাকা জবাফুল ঘোমটবাধা কোনো অজনা এক বিষণ্নতায় ডুবে যাচ্ছে কেবলই ক্যাম্পাসের সোডিয়াম আলোয়। তারও আগে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মোমবাতি হাতে এসে ভিড়েছে ধ্রুবর বন্ধুরা। মোমবাতির প্রজ্বলিত আলো আর প্রার্থনায় সিক্ত করলো অকাল প্রয়াত ধ্রুবজিৎ কর্মকারকে।