সাম্বা বরণে প্রস্তুত রিও ডি জেনেইরো
রং, রূপ, জৌলুসে চলছে রিও কার্নিভ্যাল। ঐতিহ্যবাহী ড্রামের উদ্দাম বাজনার তালে তালে সাম্বা কুইনকে বরণ করে নিতে প্রস্তুত ব্রাজিলের রিও ডি জেনেইরোর প্যারেড স্কয়ার। নানা থিম, বাহারি মুখোশ আর হরেকরকম সাজে রাজপথ রাঙাচ্ছেন সাম্বা শিল্পীরা।