রোহিঙ্গা গণহত্যার দায় অস্বীকার করলো মিয়ানমার
রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে সংঘটিত গণহত্যার দাবি প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানকে বৈধ সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে উল্লেখ করেছে দেশটি। আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি) আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজি) নিজের এমনই অবস্থান তুলে ধরে নেপিদো।