সফট স্কিল: পেশা থেকে সম্পর্ক সর্বত্র প্রয়োজন
‘সফট স্কিল’ এখনকার যুগে একটি পরিচিত শব্দ, কিন্তু এর প্রকৃত মানে ও গুরুত্ব অনেক সময় অস্পষ্ট থাকে। সফট স্কিল বলতে বোঝানো হয়, এমন কিছু দক্ষতা যা আমাদের ব্যক্তিগত চরিত্র, সম্পর্ক, এবং মনোভাবের সঙ্গে সম্পর্কিত। এগুলো আমাদের কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে সমানভাবে দরকারি। তাই সফট স্কিল কেবল পেশাগত উন্নতির জন্য নয়, এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে সহায়তা করে।