সামুদ্রিক পরিবহন সহযোগিতায় চুক্তি সই করলো বিমসটেকের দেশগুলো
সামুদ্রিক পরিবহনে সহায়তার লক্ষ্যে একটি চুক্তিতে সই করেছেন দক্ষিণ এশিয়ার সাত দেশের জোট বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা। আজ (বৃহস্পতিবার, ৩ এপ্রিল) সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সাংরিলা হোটেলে বিমসটেক মন্ত্রী পর্যায়ের ২০তম বৈঠকের আগে বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তিটি সই করেন মন্ত্রীরা।