ঘানার স্বর্ণখাতে প্রবৃদ্ধি, রপ্তানি বৃদ্ধির পাশাপাশি মুদ্রাকে করেছে শক্তিশালী
২০২৫ সালে ঘানায় স্বর্ণের উৎপাদন ছয় দশমিক ২৫ শতাংশ বেড়ে ৫১ লাখ আউন্সে দাঁড়াবে। গেল বছর দেশটিতে রেকর্ড ৪৮ আউন্স স্বর্ণ উৎপাদন হয়েছিল। এরমধ্য দিয়ে আফ্রিকা মহাদেশে শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী দেশ হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করলো ঘানা। মূল্যবান ধাতুটি দেশটির রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি তাদের মুদ্রাকে করেছে শক্তিশালী।