খালেদা জিয়ার ভক্ত ছিলাম, হাসিনার ফ্যাসিস্ট আমলেও শ্রদ্ধা-সমর্থন ছিল: আসিফ নজরুল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘদিনের স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। সাংবাদিক হিসেবে খালেদা জিয়ার একাধিক সাক্ষাৎকারের অভিজ্ঞতা থেকে শুরু করে তার রাজনৈতিক সংগ্রাম ও ব্যক্তিত্বের নানা দিক আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে তুলে ধরেন তিনি। নিজেকে খালেদা জিয়ার ‘ভক্ত’ উল্লেখ করে পোস্টে তিনি জানান, শেখ হাসিনা সরকারের পুরো সময়েও বিএনপি চেয়ারপারসনের প্রতি তার শ্রদ্ধা ও সমর্থন অবিরত ছিল। পোস্টের সঙ্গে জুড়ে দেন একটি স্থিরচিত্র; যেখানে দেখা যাচ্ছে, খালেদা জিয়ার কফিনে মোড়ানো জাতীয় পতাকা তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দিচ্ছেন।