শোলাকিয়ায় ঐতিহ্যের ১৯৮তম ঈদ জামাত অনুষ্ঠিত
ঈদের দিন সকাল। চারদিকে খুশির আমেজ। কিশোরগঞ্জ শহর তখন শুধুই এক গন্তব্যে মোড় নেয়—ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। উপমহাদেশের বৃহত্তম এবং দেশের সবচেয়ে প্রাচীন ঈদগাহ হিসেবে পরিচিত এই মাঠে শনিবার (৭ জুন) সকাল ৯টায় অনুষ্ঠিত হয় ঈদুল আজহার ১৯৮তম জামাত। ঢল নামে লাখো মুসল্লির। অতীত ঐতিহ্য ও ধর্মীয় আবেগে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।