ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষাণীর, আহত দুই
সারাদিনের খাটুনির পর আমন ধানের চারাগুলো আঁটি বেঁধে ঘরে ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু নিয়তির পরিহাসে ফেরা হলো না গীতা রানীর। আকাশ ভেঙে নামা বৃষ্টির সঙ্গে বিকট শব্দে হানা দেয় বজ্রপাত। ফসলের মাঠেই নিথর হয়ে পড়েন তিনি। এ মর্মান্তিক ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন, যাঁদের একজন ঠাকুরগাঁও ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে গুরুতর আহত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।