ইউরোপে জনপ্রিয় হচ্ছে 'মেড ইন বাংলাদেশ' বাইসাইকেল
যান্ত্রিক যানবাহন আর গতির এ যুগে অনেকের কাছে এখনও প্রিয় অযান্ত্রিক বাহন বাইসাইকেল। কারও কাছে রুটি-রুজি, কারও কাছে শখের এ বাহন এখনও দাপিয়ে বেড়ায় নগরীর সড়ক। গবেষণা বলছে, দেশে সাইকেলের বাজার প্রায় ৮০০ কোটি টাকার, যা ২০২৯ সালে পৌঁছাবে এক হাজার কোটিতে। পাশাপাশি ইউরোপের নানা দেশের সড়কেও আধিপত্য আছে মেড ইন বাংলাদেশের সাইকেলের।