অলরাউন্ডার-সাকিব

টি-টোয়েন্টিতে সাকিবের রাজকীয় রেকর্ড; ৪৫ বার 'ম্যাচসেরা' হয়ে বিশ্বতালিকায় চারে
বাইশ গজে সাকিবের জাদুকরী উপস্থিতি মানেই নতুন কোনো রেকর্ডের হাতছানি। প্রায় দুই দশক ধরে বিশ্ব ক্রিকেটে নিজের আধিপত্য ধরে রাখা সাকিব আল হাসান (Shakib Al Hasan) স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে (Twenty20 Cricket) আবারও এক অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছেছেন। গতকাল ((রোববার, ২১ ডিসেম্বর) রাতে আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে (ILT20) ৪৫তম বারের মতো 'ম্যাচসেরা' (Player of the Match) হওয়ার অনন্য মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এই অর্জনের মাধ্যমে তিনি ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বিশ্বতালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন।

আজ চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করবে বিসিবি
আজ চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে ১২ জানুয়ারির মধ্যে দলের ক্রিকেটারদের নাম জমা দেয়ার সময়সীমা বেঁধে দিয়েছিলো আইসিসি।