২.৫ বিলিয়ন ডলারে মার্কিন ফিনটেক মেলিও কিনবে নিউজিল্যান্ডের জেরো
নিউজিল্যান্ডের অ্যাকাউন্টিং সফটওয়্যার জায়ান্ট জেরো, নিউইয়র্ক পেমেন্ট সরবরাহকারী মেলিওকে ২.৫ বিলিয়ন ডলারে কিনতে রাজি হয়েছে। যা এক দশকেরও বেশি সময়ের মধ্য সবচেয়ে বড় প্রযুক্তি জায়ান্ট বেচাকেনার ডিল।