সংখ্যা নয়, জনপ্রিয়তা বিবেচনায় বণ্টন হবে ৮ ইসলামী দলের জোটের আসন!
সংস্কারের আন্দোলন থেকে এবার নির্বাচনি মাঠে সরব জামায়াত নেতৃত্বাধীন আট দলের জোট। আট দল এক ব্যালটে ভোট করলে আসন সমঝোতার সমীকরণ কেমন হবে, চলছে হিসেব নিকেশ। দলগুলোর নেতাদের দাবি, সংখ্যা নয়, প্রার্থী ও দলের জনপ্রিয়তা বিবেচনায় আসন বণ্টন হবে। নেতারা বলছেন, মনোনয়নে প্রাধান্য পাবে জোটের শীর্ষ নেতারা।