রাজশাহীতে শুরু আমের মৌসুম, টার্গেট ১৭০০ কোটি টাকার বাজার
প্রশাসনিক ক্যালেন্ডার অনুযায়ী আটি-গুঁটি জাত দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে গাছ থেকে আম নামানো। আজ (বৃহস্পতিবার, ১৫ মে) সকাল থেকেই তা মিলছে রাজশাহীর বাজারে। এ বছর স্বাদ ঘ্রাণে অনন্য হয়েছে আম, নেই কোনো রোগ-বালাই। এ মাসেই নামবে আরও সুস্বাদু টসটসে গোপালভোগ, লক্ষণভোগ ও ক্ষীরশাপাতি। আমের ভালো ফলনে খুশি চাষিরা। নিরাপদ আম ভোক্তার কাছে পৌঁছে দিতে তৎপর স্থানীয় প্রশাসন। কৃষি বিভাগ বলছে, এ বছর রাজশাহীতে বাণিজ্য হবে অন্তত এক হাজার ৭০০ কোটি টাকার।