মাঠের যুদ্ধ বন্ধ হলেও বিজয় দাবিতে ভারত-পাকিস্তান প্রচার যুদ্ধ চলছে
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে বিকেলে ভারত-পাকিস্তানের যুদ্ধ বন্ধ হলেও, প্রায় ৪ দিনের লড়াইয়ে উভয় পক্ষের বিজয় দাবিতে চলছে প্রচার যুদ্ধ। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, কাশ্মীরকে আন্তর্জাতিক ইস্যুতে রূপান্তর এবং এটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার সুযোগ করে দিয়েছে পাকিস্তান। অন্যদিকে, যুদ্ধবিরতির ফলে মোদি সরকার রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।