আবদুল্লাহ আল নোমানের বিদায় রাজনীতিতে অপূরণীয় ক্ষতি, বলছেন সহযোদ্ধারা
বিএনপির ভাইস চেয়ারম্যান, দু’বারের মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। এমন মন্তব্য করেছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। ভোরে ধানমন্ডির নিজ বাসায় অসুস্থ হয়ে মারা যান বিএনপির এই নেতা। বাদ জোহর ধানমন্ডিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আরেক দফা জানাজা শেষে আবদুল্লাহ আল নোমানের মরদেহ নেয়া হবে চট্টগ্রামে। সেখানে দুই দফা জানাজা শেষে গ্রামের বাড়ি রাউজানে তাকে দাফন করা হবে।