দেশে দেশে চলছে সাড়ম্বরে বড়দিন উদযাপনের প্রস্তুতি
আমেরিকা থেকে ইউরোপ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব- বড়দিনের প্রস্তুতি চলছে দেশে দেশে। রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ, সংঘাত- সবকিছু সাথে নিয়েই জমকালো সাজে সেজে উঠছে শহরের পর শহর। আদ্যিকালের স্লেজ ছেড়ে হার্লি ডেভিডসনে মজছেন স্যান্টা ক্লজরা।