আজ থেকে বাজারে মিলবে চুয়াডাঙ্গার আম
আঁটি, গুটি ও বোম্বাই আম সংগ্রহের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে আম বাজারজাতকরণ। আজ (বৃহস্পতিবার, ১৫ মে) সকলে শহরের মহিলা কলেজ পাড়ার মহলদার আম্রকাননের বাদল মিয়ার আম বাগানে আম সংগ্রহের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।