সুদানের করদোফানে আরএফএফ বাহিনীর ড্রোন হামলায় শিশুসহ নিহত ৭৯
দারফুরের নৃশংসতার পর যুদ্ধবিরতির শর্ত ভেঙে এবার সুদানের করদোফানে হামলা শুরু করেছে আধাসামরিক বাহিনী আরএফএফ। তাদের ড্রোন হামলায় গতকাল (শুক্রবার, ৫ ডিসেম্বর) পর্যন্ত ৪৩ শিশুসহ ৭৯ বেসামরিক নাগরিকের প্রাণ গেছে। জাতিসংঘের আশঙ্কা, এ নৃশংসতা বন্ধ না হলে আরেকটি আল ফাশারে পরিণত হবে করদোফান।