মেহেরপুরে আলুর বাম্পার ফলন সত্ত্বেও ভালো দাম পাচ্ছে না কৃষক
মেহেরপুরে আলুর বাম্পার ফলন হলেও দাম না পেয়ে হতাশ কৃষক। বিঘায় ৮০ মন করে আলু উৎপাদন হলেও তা বিক্রি হচ্ছে মাত্র ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকায়। অথচ প্রতিবিঘা আলু উৎপাদন করতেই খরচ হয় ৪৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। সে হিসেবে প্রতিবিঘায় একজন কৃষককে আলুতে লোকসান গুনতে হবে কমপক্ষে ১০ হাজার টাকা করে।