মেক্সিকো শহরে জনপ্রিয় হয়ে উঠছে চীনা ই-স্কুটার
মেক্সিকো শহরের ঘনবসতিপূর্ণ অঞ্চলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে চীনের তৈরি ই-স্কুটার। হালকা হওয়ায় সহজেই জ্যামের মধ্যেও কম সময়ে গন্তব্যে পৌঁছানো যায় এই বাইকের মাধ্যমে। এছাড়া প্রায় ৩৩ হাজার টাকায় মিলছে এক একটি ই-স্কুটার। চার্জ বিলও তেমন বেশি নয় বলে খুশি এর ব্যবহারকারীরা।