ইউরোপীয়-ক্লাব-ফুটবল

ম্যানসিটির হয়ে দ্রুততম সময়ে হ্যাটট্রিক মিশরীয় এক স্ট্রাইকারের
প্রিমিয়ার লিগে এক অবিশ্বাস্য, দুর্দান্ত হ্যাটট্রিক করে ম্যানসিটিকে মিশরীয় বসন্তের জানান দিলেন ওমর মারমুশ। চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে রিয়ালের বিপক্ষে হারের স্বাদ পেলেও নিউক্যাসলের বিপক্ষে ১৪ মিনিটে দেখালেন জাদুর ঝলক। সবচেয়ে কম সময়ে ম্যান সিটির হয়ে হ্যাটট্রিক করার কীর্তি গড়লেন এই মিশরীয় স্ট্রাইকার।

অঢেল অর্থ খরচ করলেও পারফর্ম্যান্স নেই নামিদামি ফুটবলারদের
চলতি ট্রান্সফার মৌসুমে অঢেল অর্থ খরচ করে দলে ভেড়ালেও প্রত্যাশা পারফর্ম করতে পারেনি বেশকিছু নামিদামি ফুটবলার। এর মধ্যে অন্যতম বার্সেলোনায় খেলা হোয়াও ফেলিক্স ও চেলসির মোসেস কাইসেদো। এই তালিকায় আছেন লিভারপুলের সাবেক তারকা হ্যান্ডারসনও। সৌদি প্রো লিগ থেকে আয়াক্স এসেছিলেন এই ইংলিশ ফুটবলার। এছাড়া কোলো মুয়ানি, ম্যাসন মাউন্টরাও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি।