‘ট্রাম্প ইরান ও আমেরিকান জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন’
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক টেলিভিশন ভাষণে বলেছেন, এই হামলার মাধ্যমে ট্রাম্প শুধু ইরানই নয়, বরং আমেরিকার জনগণের সাথেও 'বিশ্বাসঘাতকতা' করেছেন। রোববার (২২ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।