মানবজাতির কল্যাণের হাতিয়ার হয়ে উঠুক কৃত্রিম বুদ্ধিমত্তা: ফ্রান্স
মানবজাতির কল্যাণের হাতিয়ার হয়ে উঠুক কৃত্রিম বুদ্ধিমত্তা। মঙ্গলবার প্যারিসে এআই অ্যাকশন সামিটের সমাপনী দিনে বিশ্বনেতাদের এই বার্তাই দিয়েছেন আয়োজক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। এছাড়া, এআইয়ের অপব্যবহার রোধে আন্তর্জাতিক আইন প্রণয়নে জোর দিয়েছেন সহ-আয়োজক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে বাধা হতে পারে ইউরোপের কঠোর নিয়ন্ত্রণ।