২২ শতাংশ কর্মী ছাঁটাই করবে চেগ
এডটেক প্লাটফর্ম চেগ গত সোমবার জানিয়েছে তারা তাদের মোট কর্মীর ২২ শতাংশ ছাঁটাই করবে, সংখ্যার বিচারে যা ২৪৮ জন। মূলত শিক্ষার্থীদের প্রথাগত এডটেক প্লাটফর্মের চাইতে এআই প্লাটফর্মগুলিতে ঝুঁকছে। তাই খরচ কমাতে এবং কার্যক্রমকে আরো সহজ করতে চেগ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।