এলজিইডি-কার্যালয়
২২ বছর ধরে একই অফিসে; আ.লীগ নেতা স্বামীর ছত্রচ্ছায়ায় শারমিনের দুর্নীতির রাজত্ব!

২২ বছর ধরে একই অফিসে; আ.লীগ নেতা স্বামীর ছত্রচ্ছায়ায় শারমিনের দুর্নীতির রাজত্ব!

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা এলজিইডি কার্যালয়ে ২২ বছর ধরে বদলি না হয়ে কর্মরত আছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শারমিন আরা। ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় এক নেতার সঙ্গে বিয়ের পর থেকেই তিনি ও তার স্বামী মিলেই গড়ে তুলেছেন দুর্নীতির সাম্রাজ্য—এমন অভিযোগে ক্ষোভে ফুঁসছে অফিসের কর্মচারী ও ঠিকাদাররা। অভিযোগ উঠেছে, ঘুষ ছাড়া কোনো বিল কিংবা অফিসিয়াল কাজ করেন না শারমিন। সকাল থেকে বিকেল পর্যন্ত অফিসে অবস্থান করেন তার স্বামী শাহীন মিয়াও, যিনি স্থানীয় এক আ.লীগ নেতা এবং একাধিক ঠিকাদারী লাইসেন্সধারী। ঠিকাদারদের অভিযোগ, ঘুষ না দিলে বিল প্রসেস হয় না। প্রতি ধাপে দুই হাজার টাকা করে আদায় করেন শারমিন।