মুদ্রাস্ফীতিতে জাপানি ফুডচেইনের ভরসা ‘রামেন’
এশিয়ান ক্যুইজিনে সুশির পরই চোখে ভেসে উঠে যে খাবারটি, সেটি রামেন। বিশ্বজুড়ে ক্রমশ বাড়ছে রামেনের জনপ্রিয়তা। এ সুযোগ কাজে লাগিয়েই এবার মুদ্রাস্ফীতির চাপ থেকে বেরিয়ে আসার উদ্যোগ নিলো জাপানের বহুজাতিক ফাস্ট ফুড চেইন ইয়োশিনোয়া।