সুসময়ের সুবাতাস দেশের ক্রিকেটে: আড়ালে আছে খানিক দুশ্চিন্তা
সুসময়ের সুবাতাস বইছে দেশের ক্রিকেটে। টানা হারের বৃত্ত ভেঙে দুই এশিয়ান পরাশক্তি পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। তবে সফলতার এ গল্পের আড়ালেও আছে খানিক দুশ্চিন্তা। ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সে উন্নতি দেখা গেলেও দলগত পারফরম্যান্সের গ্রাফটা এখন পর্যন্ত আশা জাগানিয়া নয় টাইগার ক্রিকেটে।