গাড়ির পেছনে পুরোনো জুতা ঝুলানো হয় কেন? আসল রহস্য জানলে অবাক হবেন!
রাস্তায় চলতে ফিরতে ট্রাক, বাস বা মালবাহী গাড়ির পেছনে একটি পুরোনো জুতা (Old Shoe) ঝুলতে দেখা যায়। অনেকে একে নিছক কুসংস্কার (Superstition) বা নজর লাগা (Evil Eye) থেকে বাঁচার উপায় মনে করেন। কিন্তু আপনি কি জানেন, এর পেছনে রয়েছে এক দারুণ সনাতনী প্রযুক্তি (Traditional Technology)? এই জুতা ঝুলানো আসলে গাড়ি ওভারলোড কি না, তা মাপার একটি দেশি পদ্ধতি!