ম্যানসিটির হয়ে দ্রুততম সময়ে হ্যাটট্রিক মিশরীয় এক স্ট্রাইকারের
প্রিমিয়ার লিগে এক অবিশ্বাস্য, দুর্দান্ত হ্যাটট্রিক করে ম্যানসিটিকে মিশরীয় বসন্তের জানান দিলেন ওমর মারমুশ। চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে রিয়ালের বিপক্ষে হারের স্বাদ পেলেও নিউক্যাসলের বিপক্ষে ১৪ মিনিটে দেখালেন জাদুর ঝলক। সবচেয়ে কম সময়ে ম্যান সিটির হয়ে হ্যাটট্রিক করার কীর্তি গড়লেন এই মিশরীয় স্ট্রাইকার।