বরিশালে পানির সংকট; অহেতুক বিল আদায় সিটি করপোরেশনের!
বরিশাল নগরবাসীর পানির চাহিদা মেটাতে হিমশিম অবস্থা সিটি করপোরেশনের। প্রতিনিয়তই দেখা দিচ্ছে পানির সংকট। অভিযোগ রয়েছে, ওয়াসার মত কোনো প্রতিষ্ঠান বরিশালে না থাকলেও নানাভাবে পানির বিল আদায় করছে সিটি কর্পোরেশন।