মিনার জামারায় ছোট শয়তানকে তিনটি পাথর মারার মধ্য দিয়ে শেষ হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এর আগে জামারায় বড় শয়তানকে পাথর মারেন তারা। পাথর মারা শেষে ফিরে কাবা শরিফ তাওয়াফ করেন তারা।