কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি কার্যক্রম, আতঙ্কে এলাকাবাসী
কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া অংশে সন্ধ্যা নামলেই নেমে আসে আতঙ্ক। ঘন গাছ-গাছালি ঘেরা এলাকায় ছোট ছোট যানবাহন লক্ষ্য করেই আক্রমণ চালায় ডাকাতরা। ভুক্তভোগীরা বলেন, প্রতিনিয়ত ডাকাতিসহ ঘটছে হত্যাকাণ্ডের ঘটনা। সংশ্লিষ্টরা জানান, সড়কের পাশের গহীন বনে আস্তানা গেড়েছে ডাকাত চক্র। আর পুলিশ বলছে, পুরাতন ডাকাতরাই নতুন দল গঠন করে সক্রিয় হয়ে উঠেছে।