একাকিত্ব দূর করতে দক্ষিণ কোরিয়ায় অভিনব মাইন্ড কনভেনিয়েন্স স্টোর
জনবিচ্ছিন্ন জনগোষ্ঠীকে একাকিত্ব থেকে মুক্তি দিতে অভিনব এক উপায় চালু করেছে দক্ষিণ কোরিয়ার কিছু দোকান। রাজধানী সিউলে অবস্থিত এসব কনভেনিয়েন্স স্টোরে গেলে বিনামূল্যে মিলবে রামেনের মতো সুস্বাদু খাবার, জুটে যাবে গল্প করার সঙ্গীও। কনভেনিয়েন্স স্টোর বা নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মানেই মানুষের ভিড়, বেচা-কেনার তোড়জোড়। যেখানে নষ্ট করার মত সময় নেই কারুর হাতেই। অথচ, এমন একটি দোকানে গিয়ে যদি দেখেন, সেখানে প্রাণখুলে গল্প করছে নানা বয়সের মানুষ। আড্ডা চলছে ঘণ্টার পর ঘণ্টা। তাহলে কেমন হয়? তেমনই শুরু হয়েছে মাইন্ড কনভেনিয়েন্স স্টোর।