অন্ধকারের মাঝেও যদি দেখতে পান কেমন হবে?
চোখ বন্ধ করলেই সামনে একরাশ আঁধার। কিন্তু এই অন্ধকারের মাঝেও যদি দেখতে পান? অসম্ভব মনে হলেও বিজ্ঞানের কল্যাণে সেটাও সম্ভব। বিজ্ঞানের যাত্রা যেন কখনও থামার নয়। তাই প্রমাণ করলেন চীনের বিজ্ঞানীরা। এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা শুনলে প্রথমে কল্পকাহিনির মতোই মনে হবে।