নির্বাচিত সরকার ক্ষমতায় এলে সিইটিপির উন্নয়ন কাজে গতি ফিরবে: বিটিএ সভাপতি
চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার এখনও কেন পুরোপুরি কার্যকর হয়নি এমন প্রসঙ্গে শিল্প উপদেষ্টা জানালেন, আগের সরকার নিয়ে আলোচনার প্রয়োজন নেই। বর্তমান সরকার চামড়া শিল্প উন্নয়নে কাজ করছে। তবে নির্বাচিত সরকার ক্ষমতায় এলেই সিইটিপি'র উন্নয়ন কাজে গতি ফিরবে বলে আশা বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতির। এখন পর্যন্ত সব মিলিয়ে রাজধানীতে প্রায় সাড়ে সাত লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।